ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জের হাইস্কুলের প্রধানশিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মত-বিনিময়

প্রকাশিত: ০৪:০৫, ১২ ডিসেম্বর ২০১৭

গোপালগঞ্জের হাইস্কুলের প্রধানশিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মত-বিনিময়

নিজস্ব সংবাদদাতা, গোপালঞ্জ ॥ শিক্ষাকে মান-সম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে গোপালগঞ্জের সকল হাইস্কুলের প্রধানশিক্ষকদের সঙ্গে মত-বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহম্মদ মোকলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলা শিক্ষা কর্মকর্তা শেখ আকরাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল জলিল, সদর ইউএনও শাম্মী আক্তার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মঙ্গল চন্দ্র বিশ্বাস ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রেশমা আকতার হাসি। বক্তব্য শেষে জেলা প্রশাসক উপস্থিত প্রধানশিক্ষকদের কথা শোনেন এবং এ ব্যাপারে প্রতিটি স্কুলের পরিচালনা পর্ষদের সঙ্গেও পৃথকভাবে মত বিনিময় সভা করে সকলের মতামত একত্রিত করে শিক্ষার মান উন্নয়নে আরও কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
×