ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ মেনে নেবে না- এরশাদ

প্রকাশিত: ০২:০২, ১২ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ মেনে নেবে না- এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জেরুজালেমকে রক্ষায় বাংলাদেশের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। এরশাদ বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত বাংলাদেশ কখনো মেনে নেবে না। এক বিন্দু রক্ত থাকতেও আমরা এটা কখনো মেনে নেব না। তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা সমস্ত মুসলিম রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা। কিন্তু ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না। কারণ ইসলাম আল্লাহর ধর্ম। তিনি বলেন, জেরুজালেম হচ্ছে একটি পূণ্যস্থান। এটাকে ইসরাইলের রাজধানী করার সিদ্ধান্ত একে অপবিত্র করার শামিল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে কাকরাইল থেকে বিজয়নগর হয়ে মৎসভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভপূর্বক সমাবেশে এরশাদ ছাড়াও দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও বক্তব্য রাখেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, প্রেসিডিয়াম সদস্য এম.এম সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু এমপি, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মেজর খালেদ আখতার (অব.), উপদেস্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শফিকুল ইসলাম সেন্টু, মোঃ নোমান এমপি, কাজী মামুনুর রশিদ, নাজমা আক্তার, সাবেক সচিব এম.এম নিয়াজ উদ্দিন, সম্মিলিত জাতীয় জোটের নেতা সেকেন্দার আলী মনি, মাওলানা, স.উ.ম আব্দুস সামাদ, প্রমুখ।
×