ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ডাকাতি রোধের সময় এসআইকে ছুরিকাঘাত, আটক ৩

প্রকাশিত: ০০:৩৫, ১২ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে ডাকাতি রোধের সময় এসআইকে ছুরিকাঘাত, আটক ৩

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা মাধবপুরের পল্লী ছাতিয়াইন সড়কে ডাকাতি রোধ করতে গিয়ে ছুরিকাঘাতে জিয়াউর রহমান ৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। আহত এই এসআই এখন হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছেন। একদল সশস্ত্র ডাকাত ওই এলাকায় গতকাল রাত সোয়া ১১টার দিকে গণডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল্। এমন খবর গোপনে পেয়ে এসঅঅই জিয়ার নের্তৃত্বে টহল পুলিশ একই এলাকায় পৌঁছে প্রতিরোধের প্রস্ততি নিলে ডাকাতরা তা আঁচ করতে পারে। ফলে আচমকাই এক ডাকাত এসআই জিয়ার পেটে ছুরি বসিয়ে দিয়ে সকলকে নিয়ে পালিয়ে যায়। এতে জিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরবতীতে রাতেই জিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলেও এখন পর্যন্ত আশংকামুক্ত নয় বলে কতর্ব্যরত ডাকারগনের অভিমত। এদিকে এই ঘটনাকে পেশাগত এবং অপরাধের দিক থেকে অত্যন্ত ঝুকিপূর্ণ হিসেবে দেখে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট র্যাঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নজরুল ইসলাম হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা। এর পরপরই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছাতিয়াই গ্রাম থেকে চান মিয়া, বি-বাড়িয়া জেলাধীন নাছিননগর উপজেলার উরিয়ান গ্রাম থেকে প্রসঞ্জিত সরকার ও শ্যামপুর গ্রাম এলাকা থেকে সুমন সরকার নামে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ,এই ঘটনার সাথে জড়িত প্রকৃত ডাকাতদের গ্রেফতারের জোর অভিযান অব্যাহত রয়েছে।
×