ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শিশুদের শৈশব থেকে জীবিকায়ন কর্মসূচি

প্রকাশিত: ০০:৩৪, ১২ ডিসেম্বর ২০১৭

ঠাকুরগাঁওয়ে শিশুদের শৈশব থেকে জীবিকায়ন কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে দারিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে শিশুদের শৈশব থেকে জীবিকায়ন (চাইল্ডহুড টু লাইভলিহুড) শীর্ষক গৃহীত এক কর্মসূচির অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার সকালে শহরের চেতনা বিকাশ কেন্দ্রে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, শৈশব থেকে জীবিকায়ন (চাইল্ডহুড টু লাইভলিহুড) কর্মসূচির প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান মি. ম্যাথু স্প্যাসি। এসময় ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশনের রিজওন্যাল ডিরেক্টর- ইস্ট সন্ধ্যা শ্রীনিবাসন, ম্যানেজার ট্রেনিং রাভী চৌহান, সিভিল সার্জন ডা: আবু মোহাম্মদ খায়রুল কবীর, শিশু কর্মকর্তা জবেদ আলী প্রমুখ। কর্মশালায় জানানো হয়, জেলার তিনটি উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার একশ’ সাত জন শিক্ষার্থীকে কর্মসুচির আওতায় আনা হয়েছে। এ কর্মসুচি থেকে শিক্ষার্থীদের জীবন সুরক্ষা, শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও পরিবেশ রক্ষা, বয়ঃসন্ধি সম্পর্কে এবং স্যানিটেশন বিষয়ে অবগত করা হচ্ছে। এর ফলে বাল্য বিাবহ, শিশু শ্রমের বাধা পেরিয়ে শিশু ও যুবকেরা পরিপূর্ণ জীবন ও সম্মানজনক জীবিকায়ন করতে সক্ষম হবে। এছাড়া শিশুদের জীবন দক্ষতা ও হার না মানা শিক্ষা, শিশুদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও তাদের প্রত্যাশিত শিক্ষা অর্জন করে প্রাপ্ত বয়সে সঠিক কর্ম সক্ষমতা বৃদ্ধি ও কাজ পাওয়ার জন্য সুনিশ্চিত সহায়তা প্রদান করবে। বে-সরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
×