ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:০০, ১২ ডিসেম্বর ২০১৭

ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানাববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। এছাড়াও প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েচে তারা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবদে মানববন্ধন করে শিক্ষার্থরা। এসময় তারা বর্ধিত ভর্তি ফি এর কঠোর প্রতিবাদ করা হয়। তাদের হাতে ‘শিক্ষা কোন পণ্য নয়, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ নয়’, তেল নুন পেয়াজের মত শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার, দরিদ্র মেধাবীদের শিক্ষার সুযোগ দিন, দিতে হবে শ্লোগান সম্বলিত প্লাকর্ড দেখা যায়। মানববন্ধনে বক্তরা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে ভর্তি ফি কয়েকগুন বৃদ্ধি করে যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আমরা সাধারন শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।’
×