ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ৬ মাইক্রোবাস ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ২০:৪৫, ১২ ডিসেম্বর ২০১৭

মির্জাপুরে ৬ মাইক্রোবাস ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাইক্রোবাস ছিনতাই করে পালানোর সময় ছিনতাইচক্রের ৬জনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জের কড্ডা গ্রামের বেলাল শেখের ছেলে নাজমূল শেখ (২১), বাঐতারা গ্রামের আলতাফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম সুমন (২২), নুরুল ইসলামের ছেলে আওয়াল (৩৬), ফরিদ শেখের ছেলে রিপন শেখ (২২), কামারখন্দের ভারাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে হাসান আলী (২২) ও তারা শিকদারের ছেলে শরিফুল ইসলাম (২০)। পুলিশ জানান, সোমবার বিকেল সাড়ে সাড়ে পাঁচটায় ছিনতাইকারীর একটি দল ঢাকা যাওয়ার কথা বলে সিরাজগঞ্জ সদর থেকে আরফি হোসেনের মাইক্রোবাস ভাড়া করে। রাত সাড়ে এগারোটায় তারা মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কড্ডা এলাকার জাহান ফিলিং স্টেশনের কাছে এসে চালক আরিফকে মারপিট করে হাত পা বেধে ফেলে মাইক্রোবাস নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। পরে চালক এলাকাবাসীর সহায়তায় সিরাজগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ওই মাইক্রোবাসে ট্র্যাককার্ড লাগানো থাকায় তার সাহায্যে দ্রুত গাড়িটির অবস্থান নিশ্চিত করেন। মহাসড়কে যানজট থাকায় তারা আটক করতে না পারলেও মির্জাপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা আছিমতলা নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করি।
×