ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ ঘন্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ২০:৩৩, ১২ ডিসেম্বর ২০১৭

৯ ঘন্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল আবার শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ৯ ঘন্টা বন্ধ থাকার পর এখান স্বাভাবিক চলাচল করছে। এর আগে ঘন কুয়াশায়া সোমবার দিবাগত রাত ২ টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি রোরোসহ ছয় ফেরি। পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে জট বেঁধেছে আড়াই শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, সোমবার রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে, মধ্য পদ্মায় নোঙর করা হয় মোট ছয়টি ফেরি। সব ধরনের ঝুঁকি এড়াতে রাত দুইটা থেকে বন্ধ করে দেয়া হয় এই পথের ফেরি চলাচল। দীর্ঘ সময়ে ফেরি বন্ধ থাকায় যাত্রীসাধারণ পড়েছে ভোগান্তিতে। বেলা ১০টার দিকে কাঠাঁলবাড়ি প্রান্তে কুয়াশা কেটে যাওয়ায় ওপার থেকে ফেরি ছেড়েছে। তবে শিমুলিয়া প্রান্তে নদীতে ঘন কুয়াশার কারণে ফেরিগুলো মাঝ নদীতে নোঙ্গর করে থাকে। তবে বেলা ১১টায় কুশায়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়। তাই এখন যানজটও কমতে শুরু করেছে।
×