ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশ সফরেও বড়সড় পরিবর্তন হতে পারে টিম ইন্ডিয়ার

প্রকাশিত: ২০:২১, ১২ ডিসেম্বর ২০১৭

বিদেশ সফরেও বড়সড় পরিবর্তন হতে পারে টিম ইন্ডিয়ার

অনলাইন ডেস্ক ॥ সোমবারই বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভায় মান্যতা পেয়েছে ‘ফিউচার ট্যুরস প্রোগ্রাম’(এফটিপি)। ভারতীয় দলের বিদেশ সফরসূচি নিয়ে তৈরি এফটিপি যদি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মেনে নেয়, তা হলে ২০১৯ সাল থেকে ২০২৩-এর মধ্যে ভারতকে অধিকাংশ ক্রিকেটই খেলতে হবে বিশ্বের অন্যতম তিনটি দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এফটিপি-এর খসড়াটি তৈরি করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ)। সোমবার বৈঠক শেষে বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী বলেন, “নতুন সূচি অনুযায়ী ভারতের পঞ্চাশ শতাংশ ম্যাচই খেলা হবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে।” শুধু ভারতীয় দলের বিদেশ সফর সূচিই নয়, ২০১৯ থেকে ২০২৩-এর মধ্যে ম্যাচ ডে-এর সংখ্যাও কমিয়েছে এফটিপি। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ভারতীয় দলের যা সূচি সেই অনুযায়ী ৩৯০টি ম্যাচ ডে আছে ভারতের। কিন্তু ২০১৯-’২৩ এর মধ্যে তা কমে দাঁড়িয়েছে ৩০৬টি ম্যাচ ডে-তে। আগের তুলনায় ২০ শতাংশ বেশি আন্তর্জাতিক ম্যাচও খেলবে ভারত। যার অর্থ টেস্ট ম্যাচের সংখ্যা কমিয়ে টি-২০ ক্রিকেটের উপর বেশি জোর দিয়েছে বিসিসিআই। তবে এর মধ্যে আইসিসি টুর্নামেন্টগুলিকে ধরা হয়নি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×