ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাস্কর্য মঞ্চ নির্মাণে প্রজেক্ট প্ল্যানের আবেদন খারিজ

প্রকাশিত: ১৯:২৩, ১২ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য মঞ্চ নির্মাণে প্রজেক্ট প্ল্যানের আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার ॥ ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন সেই স্থানে মঞ্চ পুনঃনির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উচানো ভাস্কর্য নির্মাণের জন্য প্রজেক্ট প্ল্যান চেয়ে আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, আগে রুল শুনানি হোক তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আদালতে সম্পূরক আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রাক্তন সম্পাদক ড.বশির আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে ৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে কেন ঘোষণা করা হবে না, ৭ই মার্চ বঙ্গবন্ধু যে স্থানে যে মঞ্চে ভাষণ দিয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও ইন্ধিরা গান্ধীকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই স্থানে মঞ্চ পুনঃনির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তা জানতে চান আদালত। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১২ ডিসেম্বর দিন ঠিক করেন। মন্ত্রিপরিষদ সচিবকে এই সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ আদালতে জানাতে বলা হয়।
×