ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মার্কিন দূতাবাস অভিমুখে মিছিলে বাধা

প্রকাশিত: ০৮:৪৩, ১২ ডিসেম্বর ২০১৭

মার্কিন দূতাবাস অভিমুখে মিছিলে বাধা

স্টাফ রিপোর্টার ॥ পুলিশি বাধার মুখে মার্কিন দূতাবাস অভিমুখে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল পণ্ড হয়ে গেছে। সোমবার বেলা ১২টার দিকে মিছিলটি বায়তুল মুকাররম থেকে শান্তিনগর মোড়ে এলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। পরে দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল যাত্রা করে। পরে পুলিশি বাধায় পড়ে মিছিলটি। এরপর নতুন কর্মসূচী ঘোষণা করেন দলের আমির ও চরমোনাই পীর। তারা শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচী ঘোষণা করেছে দলটি। বায়তুল মুকাররম উত্তর গেটে এদিন সকাল ১০টা থেকেই দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছিল দলটি। বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোঃ সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) জানান, জরুজালেমকে ইহুদীদের রাজধানী ঘোষণা করার মাধ্যমে ট্রাম্প মুসলমানদের বুকে আগুন জ্বালিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ লাগিয়ে পৃথিবী থেকে মুসলমান নিধন করা। চরমোনাই পীর জানান, জেরুজালেম মুসলমানদের রাজধানী। ইহুদীরা বিশ্ব মানচিত্রে ছিলেন উদ্বাস্তু। মুসলমানরাই তাদের জায়গা দিয়েছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণা বিশ্ব নেতৃত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখা দেয়ার শামিল। এর উচিত জবাব আমাদের দিতে হবে। জাতিসংঘ কোনো কাজের নয়। রোহিঙ্গা ইস্যুতে সেটা প্রমাণ হয়েছে। এর আগে ফিলিস্তিনে, ইরাকে ও আফগানিস্তানে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি। আমেরিকার তৈরি সব পণ্য বয়কটের ঘোষণা দিয়ে চরমোনাই পীর জানান, আমরা বাংলাদেশী মুসলমানরা আর মার্কিন কোনো পণ্য কিনব না। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে।
×