ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধবিষয়ক দলিল প্রদর্শনী

প্রকাশিত: ০৬:০৯, ১২ ডিসেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধবিষয়ক দলিল প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক দলিলপত্র ও বইপুস্তকের বিশেষ প্রদর্শনী। সোমবার বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সেমিনারে উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরে গুরুত্বপূর্ণ অনেক দলিল দস্তাবেজ রয়েছে। প্রফেসর ড. ভূঁইয়া ইকবালের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার মোহাম্মাদ লোকমানের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। গুণীজন সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১১ ডিসেম্বর ॥ বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে সোমবার বিকেলে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বেগম রোকেয়া উৎসব ২০১৭ উপলক্ষে ‘‘শিক্ষাব্রতী বেগম রোকেয়া’’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন,ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মজিদ মিয়া, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম. শরিফুল ইসলাম।
×