ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ছাত্রকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৭, ১২ ডিসেম্বর ২০১৭

বরিশালে ছাত্রকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধের জেরধরে নগরীতে এক এসএসসি পরীক্ষার্থীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আবু সালেহ (১৭) নগরীর রূপাতলী এলাকার শের-এ-বাংলা রোডের বাসিন্দা লিটন মৃধার পুত্র। রবিবার রাত ১০টার দিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক আবু সালেহকে মৃত বলে ঘোষণা করেন। এর আগে ওইদিন রাত সাড়ে আটটার দিকে নগরীর রূপাতলী এলাকার শের-এ-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে বসে আবু সালেহর ওপর হামলার ঘটনা ঘটে। নিহতের মামা মাসুম বিল্লাহ জানান, আবু সালেহ নগরীর নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। গতবছর এসএসসি পরীক্ষায় খারাপ করায় এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছিল আবু সালেহ। বেশ কয়েকদিন পূর্বে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবু সালেহর সঙ্গে একই এলাকার আতাউর রহমান সুজনের পুত্র ও নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হৃদয়ের বাগ্বিত-া হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জেরধরে রবিবার রাত সাড়ে আটটার দিকে আবু সালেহ বাড়ির সামনের সড়কের একটি বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালে হৃদয় নামের ওই যুবক লোহার রড দিয়ে পিটিয়ে আবু সালেহকে গুরুতর জখম করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আবু সালেহকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে রাত দশটার দিকে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গাজীপুরে জামাই স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, কালীগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের জেরে সন্তান অসুস্থ হওয়ার কথা বলে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবদল নেতা এক ব্যবসায়ীকে শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে দাবি করেছে নিহতের স্বজনরা। নিহতের নাম মোশারফ হোসেন (৪৫)। স্বজনদের দাবি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী মোশারফ হোসেন স্থানীয় বালু ব্যবসায়ী মামুন হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন। নিহতের ভাই স্কুল শিক্ষক মোফাজ্জল হোসেন জানান, মোশারফ গরুর ব্যবসা করত। মোশারফের স্ত্রী পারভীন আক্তার (৩২) স্বামীকে না জানিয়ে ঘরে থাকা গরু ব্যবসার কিছু টাকা গোপনে নিয়ে খরচ করে ফেলে। বিষয়টি প্রকাশ পেলে গত কয়েকদিন ধরে মোশারফ ও পারভীনের মাঝে ঝগড়া বিবাদ চলে আসছিল। ঝগড়া বিবাদের এক পর্যায়ে তিনদিন আগে সন্তানকে নিয়ে পারভীন স্থানীয় বড়গাঁও রামুইড়া পাড়া এলাকায় তার বাপের বাড়ি চলে যায়। এ ঘটনার পর রবিবার শ্বশুরবাড়ি থেকে সন্তান অসুস্থ হওয়ার খবর দেয়া হয় মোশারফকে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে যায় মোশারফ। বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে ওই বাড়ির লোকজন লাঠিসোঁটা নিয়ে মোশারফের ওপর হামলা চালায়। এ সময় মোশারফ সেখান থেকে দৌড়ে পালানোর সময় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সোমবার শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে এ ঘটনার পরপরই মোশারফের শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। ময়মনসিংহে সহকর্মী স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে জানান, শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে সহকর্মী জুয়েলের ছুরিকাঘাতে শাহাব উদ্দিন (২৮) নামে আরেক সহকর্মী খুন হয়েছেন। বাসস্ট্যান্ডে মাইক্রোবাসে যাত্রী ওঠানোর ভাগ বাটোয়ারার মাত্র ২০ টাকার জন্য এই হত্যাকা- ঘটেছে। শহরের মাসকান্দার আগ্রাকান্দা এলাকায় শাহাব উদ্দিন ও জুয়েল বসবাস করেন। জানা গেছে, শহরের মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ৪/৫ তরুণ ঢাকাগামী মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী ওঠানোয় সহায়তা করে। মাইক্রোবাস ও প্রাইভেটকারে যাত্রী উঠানোর এই কাজে জনপ্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা হিসেবে আদায় করা হয়। পরে সহকর্মীরা ওই টাকা ভাগাভাগি করে নেয়। সহকর্মী জুয়েল একদিন উপস্থিত না থেকেও মাইক্রোবাসে যাত্রী ওঠানো বাবদ শাহাব উদ্দিনের কাছে ২০ টাকা দাবি করে। এনিয়ে সোমবার ভোরে শাহাব উদ্দিন ও জুয়েলের সঙ্গে বাগ্বিত-ার পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে জুয়েল ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী বাসা থেকে ছুরি এনে শাহাব উদ্দিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাহাব উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জুয়েলকে আটক করেছে। পদ্মায় লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, নিখোঁজের দুইদিন পর রাজশাহীর পদ্মানদী থেকে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর বড়কুঠি এলাকা থেকে উদ্ধার ওই কিশোর গত শুক্রবার নিখোঁজ হয়েছিলেন বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি। তিনি জানান, নিহত কিশোরের নাম মামুনুর রশিদ মামুন (১৬)। সে নগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকার ফারুক আহম্মেদ ওরফে লাল চাঁনের ছেলে।
×