ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বনপাড়া পৌর কাউন্সিলরেরি নরাপত্তা দাবি

প্রকাশিত: ০৬:০৪, ১২ ডিসেম্বর ২০১৭

বনপাড়া পৌর কাউন্সিলরেরি নরাপত্তা দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ ডিসেম্বর ॥ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নাটোরের বনপাড়া পৌর সভার সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর শরীফুন্নেছা শিরীন। সোমবার শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর সভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবাহান, আজম আলী ডিগ্রী কলেজের অধ্যাপক সুজ্জত আলী, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের, রফিকুল ইসলামসহ আরও অনেকে। সংবাদ সম্মলনে শরীফুন্নেছা শিরীন নিজেকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের অপরাজনীতির স্বীকার বলে দাবি করে তার লিখিত বক্তব্যে বলেন, একটি প্রভাবশালী মহল তার ও তার পরিবারের ওপর নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এসময় তিনি বলেন, তাকে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এমপির চক্রান্তেই তিনি তার প্রথম স্বামীর ঘর করতে পারেননি। ২০১২ সালে পরিকল্পিতভাবে তার সাবেক স্বামীকে এমপি আব্দুল কুদ্দুস ও বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। এরপর পারিবারিক জীবনে বিভিন্ন সময় ভুল বুঝাবুঝি তৈরি করে তাদেরকে বিবাহ বিচ্ছেদের মত কঠিন পরিস্থিতির তৈরি করেন। শিরীন দাবি করে বলেন, আগামী বনপাড়া পৌর নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হিসেবে প্রার্থীতা ঘোষণা করায় এমপি আব্দুল কুদ্দুসের নির্দেশেই পৌর মেয়র জাকির হোসেন ও তাদের সহযোগীরা বিরোধিতা করে বিএনপির এক কর্মী-সমর্থকের স্ত্রীকে তার বিরুদ্ধে প্রার্থী করা হয়। বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি ধামকি দেয়।
×