ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচএসসিতে ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায় ॥ প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৬:০৪, ১২ ডিসেম্বর ২০১৭

এইচএসসিতে ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায় ॥ প্রতিবাদ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ ডিসেম্বর ॥ মান্দায় এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পানিয়াল আদর্শ মহাবিদ্যালয় চত্বরে অধ্যক্ষ কায়মুল হকের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, ইউপি সদস্য আব্দুস সাত্তার, শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক রফিকুল ইসলাম ও সাইদুর রহমান, পরীক্ষার্থী সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা দাবি করেন, শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে কলেজ অধ্যক্ষ কায়মুল হক পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিকট থেকে ৩ হাজার ৩শ’ টাকা ও মানবিকে ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে। যে সকল শিক্ষার্থী অধ্যক্ষের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করেছে, তাদের ফর্ম পূরণ করতে দেয়া হয়নি। বক্তারা উল্লেখ করেন, শিক্ষাবোর্ড প্রতি বিষয়ে ৯৫ টাকা, ব্যবহারিকে ৭০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ৫০ টাকা, সনদপত্র ফি ১শ’ টাকা, রোভার স্কাউট ফি ১৫ টাকা, শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা ও কেন্দ্র ফি ৩শ’ টাকা নির্ধারণ করলেও কলেজ কর্তৃপক্ষ তা মানছে না। অবিলম্বে ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। মানবিক বিভাগের শিক্ষার্থী আব্দুল ওহাব, সুজন আলী, আলমগীর হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন জানান, ফর্ম পূরণে তাদের কাছ থেকে ৩ হাজার টাকা করে নেয়া হয়েছে।
×