ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাকে বিজয় উদ্যাপন

প্রকাশিত: ০৫:৩০, ১২ ডিসেম্বর ২০১৭

আইএসের বিরুদ্ধে যুদ্ধে ইরাকে বিজয় উদ্যাপন

বাগদাদের সুরক্ষিত গ্রিনজোনে সামরিক প্যারেডের মধ্যদিয়ে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অর্জিত বিজয় উদযাপন করেছে ইরাক। রবিবার অনুষ্ঠিত এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান হায়দার আল আবাদি। খবর ইয়াহু নিউজের। অনুষ্ঠানের এক পর্যায়ে প্যারেড ময়দানে আরবী বানানে ‘বিজয় দিবস’ লেখা ফুটিয়ে তোলেন সেনা সদস্যরা। এ সময় যুদ্ধবিমানগুলোকে বাগদাদের আকাশে উড়তে দেখা যায়। প্যারেড অনুষ্ঠানে দেয়া ভাষণে ১০ ডিসেম্বর দিনটিকে বাৎসরিক সরকারী ছুটির দিন ঘোষণা করেন আবাদি। ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে প্যারেড অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়। এতে দেখা যায়, প্রধানমন্ত্রী আবাদি সিংহাসনের মতো দেখতে একটি চেয়ারে বসে আছেন। তার দুই পাশে ইরাকের দুটি পতাকা ও পেছনে দেশটির সরকারী সিলমোহর শোভা পাচ্ছে। আর দেশটির অন্যান্য কর্মকর্তারা তার সঙ্গে কিছুটা দূরত্ব রেখে বসে আছেন। আইএসের বিরুদ্ধে যেসব বাহিনী যুদ্ধ করেছে ঘোষক তাদের নাম ঘোষণার পর বাহিনীগুলো আবাদির সামনে দিয়ে সার্চ করে এগিয়ে যায়। এসব বাহিনীর মধ্যে ট্যাঙ্ক রেজিমেন্টও ছিল। আইএসের বিরুদ্ধে ইরাকের সেনাবাহিনী, বিমানবাহিনী, কেন্দ্রীয় ও স্থানীয় পুলিশবাহিনী, অভিজাত সন্ত্রাসবিরোধী বাহিনীগুলোর পাশাপাশি শিয়া ও সুন্নী বেসামরিক বাহিনী, কুর্দিদের পেশমেরগা বাহিনীও লড়াই করেছে।
×