ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল

প্রকাশিত: ০৫:৩০, ১২ ডিসেম্বর ২০১৭

ক্যালিফোর্নিয়ার বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দাবানল। ‘টমাস ফায়ার’ নামের এই ধ্বংসাত্মক এই দাবানলে রবিবার পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভেঞ্চুরা ও সান্তা বারবারা কাউন্টির দুই লাখ ৩০ হাজার একর বনাঞ্চল পুড়ে গেছে। একদিনে ৫০ হাজার একরেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার পর টমাস অঙ্গরাজ্যটির পঞ্চম বৃহত্তম দাবানল হিসেবে রেকর্ডবুকে স্থান করে নিয়েছে। একদিনে এত বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে জোরালো বাতাস প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিবিসি ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে সামরিক আইনের মেয়াদ বাড়ল ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে দেশটির দক্ষিণাঞ্চলে সামরিক আইন আগামী বছরের শেষ নাগাদ পর্যন্ত বলবৎ রাখতে সোমবার কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন। আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক চিঠিতে তিনি বলেন, ইসলামিক স্টেটের পাশাপাশি কমিউনিস্ট গেরিলাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ে সামরিক আইনের মেয়াদ বাড়ানো জরুরী।
×