ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত ॥ ফ্লাইট বাতিল

প্রকাশিত: ০৫:২৯, ১২ ডিসেম্বর ২০১৭

যুক্তরাজ্যে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত ॥ ফ্লাইট বাতিল

রাত নয়টা, রবিবার। লন্ডনের হিথরো বিমানবন্দরে তিনশ’র কাছাকাছি যাত্রী অধীর অপেক্ষায় আছেন, কখন ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ২৪৫ আসবে। সবার গন্তব্য আর্জেন্টিনার বুয়েনস এয়ার্স। কিন্তু সবার জন্য দুর্ভাগ্যই বলা চলে। কারণ তাদের তখন আর্জেন্টিনা গমনের বদলে কয়েক মাইল দূরে হোটেল কক্ষে গিয়ে উঠতে কিংবা বিমানবন্দরের টার্মিনালেই শুয়ে থাকতে হয়েছে।-খবর গার্ডিয়ান ও ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের। প্রায় পঞ্চাশ হাজার যাত্রী এই একই ভোগান্তিতে পড়েছেন। সোমবার তাদের যেখানে থাকার কথা, সেখান থেকে শত শত মাইল দূর থেকে ফের যাত্রা করতে হয়েছে। হিথরো বিমানবন্দর থেকে রবিবার অন্তত ১৪০টি স্বল্প-দূরত্বের ও ২৬টি দীর্ঘ-দূরত্বের ফ্লাইট বাতিল করা হয়। সোমবারও ব্রিটিশ এয়ারওয়েজ সত্তরটি স্বল্প দূরত্বের বিমানযাত্রা বাতিল করেছে। এছাড়াও নয়টি দীর্ঘ-দূরত্বের বিমান বাতিল করে, যেগুলো ব্রাজিলের রিও, জাপানের টোকিও ও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে যাওয়ার কথা ছিল। এতে প্রায় পনেরো হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই কারণে কয়েক লাখ ব্রিটিশ নাগরিক তাদের কর্মস্থলে যেতে পারেননি।
×