ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬০ কোটি সিসিটিভি দিয়ে নজরদারি!

প্রকাশিত: ০৫:২৬, ১২ ডিসেম্বর ২০১৭

৬০ কোটি সিসিটিভি দিয়ে নজরদারি!

নিরাপত্তা কিংবা নজরদারি- যেভাবেই বলা হোক না কেন আধুনিক বিশ্বে এর অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। চীন তাই পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার। গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ‘ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক’। পুরো দেশে ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে প্রায় সতেরো কোটি ক্যামেরা। পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা। যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তিসম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম। গুইয়াং শহরের একটি পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে দেখা গেছে এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে। পুরো চীন জুড়েই স্থাপন করা ক্যামেরার রয়েছে বিশেষ দক্ষতা, যাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ ‘ফেস রিডিং’ দক্ষতা আছে। আবার কিছু ক্যামেরা বয়স, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই বহু কারখানায় তৈরি হচ্ছে মুখ দেখে শনাক্ত করতে পারে এমন ক্যামেরা। -বিবিসি
×