ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা খবর প্রচার করছে ॥ ফখরুল

সারা বিশ্বে খুঁজেও জিয়া পরিবারের নামে কোন সম্পদ পায়নি বিএনপি

প্রকাশিত: ০৫:২৩, ১২ ডিসেম্বর ২০১৭

সারা বিশ্বে খুঁজেও জিয়া পরিবারের নামে কোন সম্পদ পায়নি বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ সারা পৃথিবীতে খোঁজ করেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তার পরিবারের নামে কোন সম্পদের অস্তিত্ব খুঁজে পায়নি বিএনপি। দলের মহাসচিব মির্র্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশে খালেদা জিয়া ও তার পরিবারের নামে যে সম্পত্তির কথা বলা হচ্ছে ‘তার কোন অস্তিত্ব নেই। সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোন কিছুর কোন ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির (সম্পদের) কথা বলা হয়েছে, সেই সম্পদের কোন অস্তিত্ব নেই। সরকার জনগণকে ‘বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা’ সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার সকালে হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ‘বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি নিয়ে অন্ধকারে ঢিল মারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমরা তো স্পষ্ট করে বলেছি, সরকার প্রমাণ করুক। অন্যথায় তাদের পদত্যাগ করতে হবে। নইলে আমরা আইনী ব্যবস্থা নেব। রংপুর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এ দুটি সিটিতে নির্বাচন প্রক্রিয়া চলছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করছি নির্বাচন কমিশন সেখানে একটি সুষ্ঠু নির্বাচন করবে। আর তা না হলে সকল দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। রংপুর সিটি নির্বাচন পরিচালনায় কমিটি গঠন ॥ আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে বিএনপি প্রার্থীও অংশগ্রহণ করছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দলের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে সদস্য সচিব করা হয়েছে। অন্য সদস্যদের মধ্যে রয়েছে রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক। এছাড়া রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, সৈয়দপুর, নীলফামারীর সভাপতিরা পদাধিকার বলে কমিটির সদস্য থাকবেন। সোমবার সকালে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রংপুরে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দলের প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। আওয়ামী লীগের প্রার্থীকে নামমাত্র পাঁচ হাজার টাকা জরিমানা করলেও আচরণবিধি লঙ্ঘনে ইসি তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিচ্ছে না। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
×