ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে মাশরাফির রংপুর

প্রকাশিত: ০৪:৩০, ১১ ডিসেম্বর ২০১৭

কুমিল্লাকে হারিয়ে ফাইনালে মাশরাফির রংপুর

অনলাইন রিপোর্টার ॥ ১৯৩ রানের জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে হেরেই গেলো তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের কাছে ৩৬ রানে হেরে যেতে হলো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিমদের হারিয়ে দিয়ে ফাইনালে উঠে মঙ্গলবারের বিপিএলের ফাইনালে ঢাকার মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। বৃষ্টির কারণে দুই দিনে ভাগ হয়ে যাওয়া ম্যাচটিতে জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিংয়ে ১৯২ রান তোলার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় মাশরাফিই আবার উঠছেন ফাইনালে! এর আগে ঢাকার হয়ে দু’বার এবং কুমিল্লার হয়ে একবার শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। যদিও রংপুর এবারই প্রথম উঠলো ফাইনালে। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে কুমিল্লা। তবে দলীয় ৫৪ রানে আক্রমণাত্মক খেলতে থাকা তামিম ইকবালকে ফেরান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১৯ বলে ছয়টি চার ও একটি ছক্কায় ৩৬ করে সোহাগ গাজীকে ক্যাচ দেন তিনি। পরের ওভারেই শূন্য রানে থাকা ইমরুল কায়েসকে আউট করেন গাজী। ব্যক্তিগত ১০ রানে শোয়েব মালিককে ফিরিয়ে রংপুরকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন নাজমুল ইসলাম। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিওনে ফেরেন লিটন দাশ। ২৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৯ রানে থাকা এ ওপেনারকে ফেরান ইসুরু উদানা। শেষ দিকে মারলন স্যামুয়েলস (২৭) ও জস বাটলার (২৬) চেষ্টা করলেও কুমিল্লাকে জয়ের বন্দরে নিতে পারেননি। দু’জনকেই আউট করেন রবি বোপারা। সর্বোচ্চ তিন উইকেট পান রুবেল হোসেন। দুটি উইকেট পেয়েছেন উদানাও। একটি করে উইকেট নেন গাজী, মাশরাফি, ও নাজমুল ইসলাম। গতকাল রবিবার সময়মত খেলা শুরু হয়েছিল। ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও নানা ঘটনার পর খেলা আজ সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়। গতকাল যেখানে শেষ হয়েছিল, আজ সেখান থেকেই আবার খেলা শুরু হয়। কিন্তু জনসন চার্লস এবং ব্রেন্ডন ম্যাককালামের ১৫১ রানের অসাধারণ জুটির ওপর ভর করে কুমিল্লার সামনে বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয় রংপুর। ১০৫ রানে অপরাজিত থাকেন চার্লস এবং ৭৮ রান করে ব্রেন্ডন ম্যাককালাম।
×