ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ফরণ পূরণ করতে না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০১:৫৭, ১১ ডিসেম্বর ২০১৭

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ফরণ পূরণ করতে না পেয়ে ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে আমেনা আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পেরে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা এলাকায়। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর পরিবারে মাঝে শোকের ছায়া নেমে আসে। আমেনা আক্তার সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। আমেনা আক্তার স্কুলের মূল্যায়ণ (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এএসসি পরীক্ষার ফরম পুরণ করতে ব্যর্থ হয়ে আত্মহনণের পথ বেছে নেয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম। জানা গেছে, উপজেলার সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী আমেনা আক্তার মূল্যায়ণ (টেস্ট) পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়। বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। আমেনা আক্তার স্কুলে গিয়ে ফরম পূরণ করার চেষ্টা করে ব্যর্থ হয়। রবিবার ছিল ফরম পূরণের শেষ দিন। শেষ দিনেও ফরম পূরণ করতে না পেরে ক্ষোভে ও লোকলজ্জায় রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্কুল ছাত্রীর পিতা বাবর আলী জানান, তার মেয়ে চার বিষয়ে ফেল করেছে। এ বিষয়টি আমাদের কাউকে কিছু জানায়নি। ফরম পূরণের ব্যাপারে সে আমাদের জানিয়েছে তার ফরম পূরণ হয়ে গেছে। রবিবার রাতে বাসায় ফিরে আমেনার খোঁজ করে না পেয়ে বসত ঘরের জানালা দিয়ে দেখতে পাই আমেনা গলায় ফাঁস দিয়ে আড়ার সঙ্গে ঝুঁলছে। এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, আমেনা আক্তার মূল্যায়ন (টেস্ট) পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়ে মনের কষ্টে আত্মহত্যা করেছে। তবে ফেল করার বিষয়টি তার পরিবারের কাছে গোপন রেখেছিল। যেহেতু আত্মহত্যার বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি নেয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×