ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুয়া ডাক্তার রাজনকে থানায় সোপর্দ করার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০১:৫২, ১১ ডিসেম্বর ২০১৭

ভুয়া ডাক্তার রাজনকে থানায় সোপর্দ করার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ সন্তান প্রসবের সময় প্রসূতির পেটে গজ রেখে অস্ত্রোপচারের ঘটনায় ভুয়া চিকিৎসক রাজনকে গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করার জন্য সুপ্রীমকোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিরাময় ক্লিনিকের মালিক, ভুয়া চিকিৎসক অঞ্জুন চক্রবর্তী ওরফে রাজন দাস, নার্স ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। অঞ্জন চক্রবর্তীর আত্মসমর্পণের পর সোমবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এ সময় নিরাময় ক্লিনিকের মালিক আনিসুর রহমান, ভুয়া চিকিৎসকের সহকারী তোফায়েল সিকদার ওরফে মিশু সিকদারও উপস্থিত ছিলেন। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন সামসাদ। পটুয়াখালী সিভিল সার্জনের পক্ষে শুনানি করেন আইনজীবী শামসুদ্দিন বাবু। ভুল অস্ত্রোপাচারের শিকার বরিশালে মাকসুদা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক।
×