ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খামারবাড়ির পুরনো ভবন ভাঙতে বাধা নেই

প্রকাশিত: ০১:৫২, ১১ ডিসেম্বর ২০১৭

খামারবাড়ির পুরনো ভবন ভাঙতে বাধা নেই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফার্মগেটে অবস্থিত খামারবাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি শতবর্ষী ভবনসহ ক্যাম্পাসের ঐতিহ্যবাহী সব ভবন রক্ষায় হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রীমকোর্টেও আপীল বিভাগ। একই সঙ্গে সব ভবন রক্ষায় জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করতে হাইকোর্টেও সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা সব স্থাপনা ভেঙে ফেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। যদিও আপীল বিভাগের আদেশের আগেই খামারবাড়ির ঐতিহ্যবাহী এসব পুরনো ভবন ভাঙার কাজ শেষ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদালতকে জানিয়েছে। সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। এর আগে গত ১ নভেম্বর হাইকোর্ট এক আদেশে কৃষি গবেষণার জন্য রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রতিষ্ঠিত ল্যাবরেটরি ভবনসহ খামারবাড়ি ক্যাম্পাসের মধ্যে থাকা ঐতিহ্যবাহী সব ভবন ভাঙার নিষেধাজ্ঞা দেন। পরে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল করেন রাষ্ট্রপক্ষ। তবে হাইকোর্টের আদেশ পোঁছানোর আগেই ভবনগুলো ভেঙে ফেলা হয়। বেসরকারি সংস্থা আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তইমুর ইসলামের করা এক রিট আবেদনে এ আদেশ দেয়া হয়। ‘ভেঙে ফেলা হচ্ছে কৃষি গবেষণার প্রথম ভবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
×