ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে জেএমবি’র ৫ সদস্য আটক

প্রকাশিত: ০১:২১, ১১ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে জেএমবি’র ৫ সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ জেএমবি’র কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ শহরতলীর নারায়নপুর বাজার থেকে এক জামায়াত নেতা সহ ৫ সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলোঃ নারায়নপুর গ্রামের বাসিন্দা হাজী আব্দুল কদ্দুছ (৫০),একই গ্রামের বাস্দিা ট্রেইলার ব্যবসায়ী আবুল কালাম (৫০),আনন্দপুর গ্রামের বাসিন্দা ও আল-মদিনা ক্লথ স্টোরের মালিক আব্দুর নুর (৪৫),একই গ্রামের নজরুল ইসলঅম (৪৫) ও রায়ধর গ্রামের বাসিন্দা ও দীঘলবাক পয়েন্ট বাজারের ব্যবসায়ী রুহুল আমিন( ২৮)। গতকাল সন্ধ্যায় র্যাব-৯এর একটি চৌকস টীম ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে রাতেই ওদেরকে র্যাব তাদের হেফাজতে নেয় এবং সোমবার দুপুরে এক সংবাদ জ্ঞিপ্তিতে জানানো হয়,র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত সকলেই জেএমবির, কর্মকান্ডের সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এছাড়া এই ৫জনকে সোমবার দুপুওে হবিগঞ্জ সদও মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র্যাব। এদিকে সদও থানা পুলিশ জনকন্ঠকে জানিয়েছে, আটকৃত সকলকে দুপরের মধ্যেই আদালতে সোর্পদ করা হয়। সরেজমিন দেখা গেছে, ওই ৫ জনকে সদও থানায় হস্তান্তরের পর তাদেও পক্ষাবলম্বনকারী নানা বয়সী অন্তত শতাধিক লোক সংশ্লিস্ট থানার মূল গেইটের সামনে অবস্থান নিয়ে নানাভাবে ঘোরাফেরা করছে। প্রশ্ন উঠেছে, এইসব লোক কারা?
×