ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় মামলা দায়ের

প্রকাশিত: ২২:০০, ১১ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুকে কটূক্তি করায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধায় মামলা দায়ের

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের বিরুদ্ধে কটূক্তি ও অবজ্ঞা করায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সোমবার গাইবান্ধা আমলী আদালতে গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন একটি মামলা (সিআর ৫৮৩/১৭) দায়ের করেন। মামলার বিবরণে জানা গেছে, গত ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। তিনি আলোচনাকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাতনি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকী ও তার পরিবার নিয়ে মিথ্যাচার করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেন। সেমিনারে তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করেছিল। এছাড়া ওই বছরের ১৬ জুন বঙ্গবন্ধু গণমাধ্যমকে হত্যা করে কবর দিয়েছিল। সেমিনারে তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে বর্তমান গণমাধ্যম দিল্লীর দালাল। বর্তমান গণমাধ্যম দখলদার প্রধানমন্ত্রীর দালাল। এছাড়া তিনি বঙ্গবন্ধুর জিন নিয়েও কটূক্তি করেন। শেখ হাসিনা গণমাধ্যমের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছেন বলে কটূক্তি করেন। বাংলদেশের অতন্ত্র প্রহরী পুলিশ বাহিনীকে গুন্ডা বলে আখ্যায়িত করে তাদেরকে জনসম্মুখে হেয় করেছেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুধুমাত্র ইতিহাস এবং স্বাধীনতা ঘোষণাই নয়, ১৯৭১ সালের ৭ই মার্চের শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি ও ১৬ জুনে মুজিবুর রহমান এক ও অভিন্ন নয়। তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লড়াই করে উৎখাতের মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করতে হবে। মামলাটি আমলে নিয়ে বিচারক আগামী ৩০ জানুয়ারী আদালতে হাজির হওয়ার জন্য আসামী মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেন বলে বাদির আইনজীবী অ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ জানান।
×