ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে টিউবওয়েলের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস

প্রকাশিত: ০২:২৭, ১০ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে টিউবওয়েলের পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া এলাকায় নতুন পূর্ব টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পাইপ পাইপ ফেটে ৩‘শ ফুট মাটির নিচে থেকে গ্যাস বের হয়। এলাকাবাসীর ধারণা এখানে গ্যাসের সন্ধান পাওয়া যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন পূর্ব টুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি নতুন টিউবওয়েল বসানোর জন্য কাজ চলছে। শুক্রবার রাতে ৩‘শ ফুট মাটির নিচে যখন পাইপ বসানোর কাজ করছিল হঠাৎ পাইপ ফেটে যায়। এরপর আবার বসানোর চেষ্টা করলে পাইপের মাথা দিয়ে গ্যাস বের হতে থাকে। পরে পাইপ বসানো বন্ধ রেখে শনিবার সকালে আবার এলকাবাসী, টিউবওয়েলের মিস্ত্রি, ঠিকাদার দেখে আগুন দিয়ে পরীক্ষা করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। রবিবার সকাল পর্যন্ত পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছিল। এ সময় এলকাবাসী, টিউবওয়েলের মিস্ত্রি মাটি দিয়ে গ্যাস বের হওয়ার স্থানটি ঢেকে রাখে। টিউবওয়েল বসানোর মিস্ত্রি মোস্তাফা জানান, পাইপ বসানোরা এক পর্যায় পাইপ ফেটে বিকট শব্দ বের হলে ভয়ে আমরা সবাই কাজ বন্ধ করে দেই এবং শনিবার সকালে এসে দেখি পাইপের মাথা দিয়ে বুদ বুদ করে গ্যাসে বের হচ্ছে। তখন আমরা পাইপের মাথায় একটু আগুন দিলে আগুন ধরে যায়। শনিবার পুরো দিন ও রবিবার সকাল পর্যন্ত গ্যাস বের হচ্ছিল। ঠিকাদার প্রতিষ্ঠানের বায়েজিদ হাওলাদার বলেন, মিস্ত্রিরা টিউবওয়েল বসানোর জন্য কাজ করতে ছিল। মাটির ৩‘শ ফুট নিচে পাইপ গেলে পাইপটি ফেঁটে যায়। পাইপের মাথা দিয়ে গ্যাস উঠতেছিল। মাদারীপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মাদ মামুন বিশ্বাস বলেন, পূর্ব টুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান ও ডিপ টিউবওয়েল বসানোর কাজ চলছে। টিউবওয়েল বসানোর সময় পাইপ ফেটে গ্যাস বের হচ্ছে শুনেছি। টিউবওয়েল বসানোর কাজ এখন বন্ধ রাখা হয়েছে। নতুনভাবে অন্য স্থানে বসানোর চেষ্টা করা হবে। মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘আমি টিউবওয়েল বসানোর সময় গ্যাস বের হচ্ছে শুনেছি। অফিসের লোক পাঠিয়ে বিষয়টি দেখবো। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’
×