ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে চার জেলে নিখোঁজ

প্রকাশিত: ০১:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে চার জেলে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা ॥ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এফবি হাওলাদার নামের একটি মাছ ধরা ট্রলার নিম্ন চাপের কবলে পরে ডুবি গেছে। এতে ওই ট্রলারের চার জেলে নিখোঁজ রয়েছে। জানা গেছে, উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামের একটি মাছ ধরা ট্রলার গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সাগরে নিম্নচাপের সৃষ্টি হওয়ার খবর পেয়ে শনিবার ট্রলারটি তীরে ফিরে আসার সময় ঢেউয়ের কবলে পরে ডুবে যায়। এতে ট্রলার ও চার জেলের সকলেই নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলো উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), মোঃ আলী হোসেন (৩৪), শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরণ (৩০)। ট্রলার মালিক জাহাঙ্গীর হোসেন জানান, আমার এফবি হাওলাদার নামের মাছ ধরা ট্রলারটি গত বৃহস্পতিবার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গতকাল শনিবার (৯ডিসেম্বর) ট্রলারটি তীরে ফিরে আসার সময় ঢেউয়ের কবলে পরেছে বলে মাঝি জসিম উদ্দিন মোবাইল ফোনে জানায়। এরপর থেকে জেলেদের সাথে সকল যোগাযোগ বন্ধ রয়েছে। ধারনা করা হচ্ছে ট্রলারটি ডুবে গেছে। ট্রলারটিসহ চার জেলেই নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তালতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, ট্রলারটিসহ নিখোঁজ চার জেলের সন্ধানের চেষ্টা চলছে। উপকুলীয় এলাকায় সকল থানায় জেলেদের নিখোঁজের বার্তা প্রেরন করা হয়েছে।
×