ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা বৃষ্টিতে আলুর চাষীদের হাহাকার

প্রকাশিত: ০১:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭

টানা বৃষ্টিতে আলুর চাষীদের হাহাকার

নিজস্ব সংবাদদাতা,কচুয়া ॥ কচুয়ায় চার দিনের টানা বৃষ্টিতে আলুর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায় কচুয়া উপজেলার সাচার, পালাখাল, বিতারা, পশ্চিম, পূর্ব সহদেবপুর ও কাদলা ইউনিয়নের প্রায় ১০০ হেক্টর আলুর জমি পানিতে নিমর্জিত হয়ে আছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ বছর সমগ্র উপজেলায় ৩ হাজার ৯শত ৪০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হলেও এখন পর্যন্ত প্রায় ৪ শত হেক্টর জমিতে আলু চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে টানা বর্ষনের কারনে ১০০ হেক্টর জমির আলূ পানিতে নিমর্জিত হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ কৃষকগন আলুর জমি থেকে পানি সরানোর চেষ্টা করছেনপূর্ব সহদেবপুর ইউনিয়ন বাছাঁইয়া মাঠে ৪ একর আলু চাষী শাহআলমজানান আমরা বিভিন্ন সংস্থা থেকে ঋন নিয়ে জমিতে আলু রোপন করেছি। চার দিনের টানা বৃষ্টিতে আমাদের সকল কৃষকের আলুর জমি পানিতে তলিয়ে গেছে। এ বিষয়ে কৃষি অফিসার আহসান হাবীব বলেন,এ বছর আমাদের উপজেলায় ৩,হাজার ৯ ৪০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আমাদের কৃষক ভাইয়েরা ৩ শত ৭৫ হেক্টর আলু চাষাবাদ করেছে। তিন দিনের টানা বর্ষনে প্রায় ৫০ হেক্টর আলুর জমি পানিতে নিমর্জিত রয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যাতে দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। অপর দিকে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বলেন,প্রাকৃতিক দূর্যোগে টানা বৃষ্টির কারনে সারা বাংলাদেশের ন্যায় আমাদের কচুয়ার কৃষক ভাইদের আলুর জমি পানিতে তলিয়ে গেছে। ফলে অনকে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষক ভাইয়েরা। আমি ইতিমধ্যে উপজেলা কৃষি প্রশাসনের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আলাপ করেছি । এবং জেলা প্রশাসকের সাথে আলাপ করে কৃষকদের কিছুটা হলেও ক্ষতি পুরন দেওয়ার চেষ্টা করবো।
×