ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে কানন হত্যাকান্ড বিচার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০১:৩৬, ১০ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে কানন হত্যাকান্ড বিচার দাবীতে  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের কানন মোড়ল হত্যার বিচারের দাবীতে রবিবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহত কাননের আত্মীয় স্বজনসহ ৫ শতাধিক গ্রামবাসী। পারিবারিক, পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধ পূর্ব শত্র“তার জের ধরে মঠবাড়িয়া গ্রামের মৃত মান্নান মোড়লের ছেলে কানন মোড়লকে (২২) ৪ ডিসেম্বর রাতে মুখের মধ্যে টিস্যু পেপার ঢুকিয়ে স্কচটেপ দিয়ে মুখ আটকিয়ে শা্সরোধ করে হত্যা করে। পরে কাননের লাশের গলায় রশি দিয়ে বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে। উল্লেখ্য, নিহত কাননের বড় বোনকে দীর্ঘদিন যাবত পাশের বাড়ির বখাটে আনন্দ বিশ্বাস উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় এবং একটি নারী ঘটিত ঘটনার সাক্ষী থাকায় কাননকে কয়েক বার হত্যার হুমকি দিয়ে আসছিল হত্যাকারীরা। এসব ঘটনার জের ধরে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে পুলিশের ধারণা। এ ব্যাপারে নিহতের বোন জিয়াসমিন আক্তার বাদী হয়ে গত ৬ ডিসেম্বর রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একই এলাকার জগন্নাথ মৃধা ও গোবিন্দ মৃধাকে গ্রেফাতার করেছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে গ্রেফাতার করে অতিসত্তর আইনের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
×