ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে পাঠাভ্যাস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০০:৫৮, ১০ ডিসেম্বর ২০১৭

কিশোরগঞ্জে পাঠাভ্যাস শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ গ্রন্থাগার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সর্বত্র ছড়িয়ে দিয়ে এর সুফলসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর কিশোরগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ইয়াসমিন আহমেদ। জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বারের সিনিয়র আইনজীবী নাসিরউদ্দীন ফারুকী, বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা কমিটির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, অধ্যক্ষ গোলসান আরা বেগম, অবসরপ্রাপ্ত ব্যাংকার ফিরোজ উদ্দীন ভূঞা, কবি আইয়ুব বিন হায়দার প্রমুখ। বক্তারা আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে সর্বত্র পাঠভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কেননা প্রযুক্তিনির্ভর এই যুগে ধীরে ধীরে বই পড়ার আগ্রহ যেন হারিয়ে হাচ্ছে। এ জন্য বেসরকারিভাবে আরো বেশি পাঠাগার গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্ম যাতে পাঠাভ্যাস থেকে দূরে সরে না যায় সে লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
×