ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইল হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ০০:৫৫, ১০ ডিসেম্বর ২০১৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইল হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজ রবিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত, র্যালি এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবি, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
×