ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁর সাপাহার থেকে রাজশাহীগামী বিআরটিসি বাসের উদ্বোধন

প্রকাশিত: ০০:২৪, ১০ ডিসেম্বর ২০১৭

নওগাঁর সাপাহার থেকে রাজশাহীগামী বিআরটিসি বাসের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ যাত্রী সেবার মানোন্নয়নে রবিবার সকাল ৯টায় নওগাঁর সাপাহার উপজেলা সদর থেকে বিভাগীয় শহর রাজশাহীতে যাতায়াতের জন্য আরোও একটি আধুনিক টিপটপ বিআরটিসি বাস চলচলের উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান আলী মন্ডল সদরের জিরো পয়েন্টে বাসটির উদ্বোধন করেন। এসময় ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সহ-সভাপতি ও বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী সাপাহার উপজেলার জনসাধারণের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিগত ২০০০ সালের জানুয়ারি মাস থেকে সকাল ৭টায় ও ২০০৩ সাল থেকে বেলা ২টায় দ’ুটি বিআরটিসি বাস চালু হয়েছিল। এর পর যাত্রী সেবায় মানোন্নয়নে রবিবার থেকে সকাল ৯টায় আরোও একটি বিআরটিসি বাস চলাচলের উদ্বোধন করা হলো। বাসটি প্রতিদিন সকাল ৯টায় সাপাহার জিরো পয়েন্ট থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আবার রাজশাহী শহর থেকে বিকেল ৩টায় সাপাহারের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সকালে দ’ুটি বিআরটিসি বাস চালু হওয়ায় উপজেলার সর্বস্তরের মানুষ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
×