ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে সমাবেশ

প্রকাশিত: ২৩:৪৮, ১০ ডিসেম্বর ২০১৭

ভোলা পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ আজ ১০ ডিসেম্বর ভোলা পাকহানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় দ্বীপজেলা ভোলা। দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রাম ও যুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা ভোলার মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে ভোলা থেকে পালিয়ে যায়। ভোলাকে স্বাধীন করে ভোলার বীর সন্তানেরা। ভোলা মুক্ত দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে শহরে বর্নাঢ্য এক বিজায় র্যালী বের হয়। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ভোলা মুক্তিযোদ্ধ সংসদের বীর মুক্তিযোদ্ধা ও ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সন্তানরা নেয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্য়ালয় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংদের সাবেক, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম।
×