ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় জনসেবার মানোন্নায়ন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ২৩:৪৭, ১০ ডিসেম্বর ২০১৭

ভোলায় জনসেবার মানোন্নায়ন  বিষয়ক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সরকারের বিভিন্ন সেবাসহ কর্মকান্ডের সামগ্রীক মান ব্যবস্থার মাধ্যমে জনসেবার মানোন্নায়ন বিষয়ক এক সেমিনার ভোলায় অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষন কেন্দ্রের উপ পরিচালক মো: রেজাউল করীম। পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিপিএটিসির পরিচালক সানওয়ার জাহান ভুইয়া, সহকারী পুলিশ সুপার মীর মো. সাফিন মাহমুদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, রুহুল আমিন জাহাঙ্গীর, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,সাধারন সম্পাদক সামস উল আলম মিঠু, প্রবীণ সাংবাদিক আবু তাহের,আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন প্রমুখ।
×