ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে স্কুলের দাতা সদস্য পদের মূল্য ১১ লাখ টাকা

প্রকাশিত: ২১:০৯, ১০ ডিসেম্বর ২০১৭

বরিশালে স্কুলের দাতা সদস্য পদের মূল্য ১১ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার মুলাদী উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের একটি দাতা সদস্য পদের মূল্য দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার টাকা। উপজেলার দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে দাতা সদস্য পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে ৫৬ জন ব্যক্তি ওই বিদ্যালয়ের নামে ২০ হাজার করে টাকা অনুদান করেছেন। ম্যানেজিং কমিটির একটি দাতা সদস্য পদের জন্য এতোজন ভোটার হওয়ার ঘটনা মুলাদীতে প্রথম। এনিয়ে গোটা উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ ২০১৮ সালের মে মাসে শেষ হবে। পরবর্তী ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে কমিটির সদস্য হওয়ার জন্য এলাকার উৎসাহী লোকজন তৎপরতা শুরু করে দিয়েছেন। বিদ্যালয়ের প্রধানশিক্ষক এবিএম সিদ্দিকুর রহমান জানান, ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন পূর্বে যারা ২০ হাজার টাকা দান করবেন, তারা পরবর্তী ম্যানেজিং কমিটির নির্বাচনে দাতা সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করতে পারবেন। বিষয়টি জানার পর এলাকার একটি পক্ষ ৩১ জনের নামের বিপরীতে বিদ্যালয়ের কোষাগারে ছয় লাখ ২০ হাজার টাকা এবং আরেকটি পক্ষ ২৫ জনের নামে পাঁচ লাখ টাকা দান করেছেন। দানকৃত টাকা রবিবার উপজেলার খাসেরহাট কৃষি ব্যাংকে বিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা হয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্টরা জানায়, ৫৬ জন ব্যক্তি আগ্রহী হওয়ায় ওই বিদ্যালয়ের দাতা সদস্য একটি পদের মূল্য দাঁড়িয়েছে ১১ লাখ ২০ হাজার টাকা। সূত্রে আরও জানা গেছে, আগামী ম্যানেজিং কমিটির নির্বাচনে ৫৬ জন দাতা ব্যক্তির মধ্য থেকে বেশ কয়েকজন প্রতিদ্বন্ধিতা করবেন। প্রতিদ্বন্ধী প্রার্থীরা তাদের স্বপক্ষের ভোটার বাড়াতে বিভিন্ন ব্যক্তির নামে টাকা দান করে ভোটার বানিয়েছেন। দানকৃত টাকা অফেরৎযোগ্য বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।
×