ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভৈরব শহরে এখন আতংকের নাম এসআই মতিউর

প্রকাশিত: ২০:৫৪, ১০ ডিসেম্বর ২০১৭

ভৈরব শহরে এখন আতংকের নাম এসআই মতিউর

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরব শহরে আতংকের নাম পুলিশের এসআই মতিউর রহমান। চাঁদাবাজি, সাধারন মানুষকে ধরে থানায় আটক রেখে অর্থ আদায়। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা আদায়সহ নানা অভিযোগ রয়েছে। থানার অন্য অফিসাররা তার নির্দেশ মত কাজ না করলে পুলিশ সুপারের কাছে মিথ্যা তথ্য দিয়ে বদলী করা হয়। এসপির সু-নজরের অফিসার পরিচয় দিয়ে নানা অপকর্ম চালালেও কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারেনা। তার ভয়ে থানার ওসি থেকে শুরু করে এএসপিও থাকে আতংকে। ফলে ভৈরব থানার কার্যক্রমে যেমন পুলিশের চেনঅব কমান্ড ভেঙ্গে পরেছে তেমনি পুলিশসহ সাধারন মানুষ আছে আতংকে। খোঁজ নিয়ে জানাগেছে,ভৈরব থানার এসআই মতিউর এ থানায় প্রায় ৬ মাস পূর্বে যোগদান করেন। শহরের আইনশৃংখলা নিয়ন্ত্রনে ঘটন করেন সিভিলটিম। শুরু হয় পুলিশের আটক বানিজ্য। সাধারন মানুষকে ঘুম থেকে তুলে এনে মোটা অংকের টাকা আদায় করে হয়রানি করা হচ্ছে। মাদক আটক করলেও ব্যবসায়ীদের ছেড়ে দেয়া হয় মোটা অংকের টাকা নিয়ে। আবার আটককৃত মাদক সঠিক ভাবে জব্দ তালিকা না করে মাদক ব্যবসায়ীদের কাছেই বিক্রি করে দেয়। এসআই মতিউরসহ ভৈরব থানার ৫ সিভিলটিমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, মতিউরসহ সিভিল টিমের বিষয়ে পুলিশ সুপার মহোদয়কে অবগত করা হয়েছে। ব্যবস্থা নিবেন তিনি। আমি শুধু তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারি। তবে রির্পোট জমা দেয়ার দশ দিন পার হলেও মতিউরসহ সিভিল টিমের ৫ সদস্যর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাই ভৈরববাসীর প্রশ্ন এসআই মতিউরের খুটির জোর কোথায়। এ ব্যাপারে পুলিশ সুপার আনোয়ার হোসেনে সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ছুটিতে আছেন বলে এসপি অফিস থেকে জানানো হয়।
×