ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষার প্রসার প্রয়োজন

প্রকাশিত: ০৩:৫১, ৯ ডিসেম্বর ২০১৭

টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষার প্রসার প্রয়োজন

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ‘টেকসই উন্নয়নে ভূতত্ত্ব শিক্ষা’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে(ঢাবি) তিন দিনব্যাপী ভূ-তাত্ত্বিক সম্মেলনের সমাপ্তি হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাবির ভূতত্ত্ব বিভাগ এই সম্মেলনের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাবির উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, অধ্যাপক কামরুল হাসান প্রমুখ। এসময় বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা দেশের টেকসই উন্নয়নের জন্য ভূতত্ত্ব শিক্ষার আরও প্রসারের প্রতি গুরুত্বারোপ করেন। অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভূতত্ত্ব শিক্ষা ও ব্যবস্থাপনা আরও বৃদ্ধি করতে হবে। অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এই ধরনের ব্যতিক্রম সম্মেলনের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিন দিনের এই সম্মেলনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ভূতত্ত্ব নিয়ে তাদের যে ভাবনা তা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছেন। এই ধরনের এক্সট্রাকারিকুলাম এক্টিভিটিসের মাধ্যমে তাদের মধ্যে লিডারশীপ সৃষ্টি হবে। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য ভূতত্ত্ব শিক্ষার আরও প্রসার প্রয়োজন। ঢাবির ভূতত্ত্ব বিভাগকেই এক্ষেত্রে নেতৃত্ত্ব দিতে হবে। তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের দু’শতাধিক শিক্ষক ও গবেষক অংশগ্রহণ করেছেন। সম্মেলনে ৩০টিরও বেশী প্রবন্ধ উপস্থাপন করা হয়। আয়োজন করা হয় কুইজ প্রতিযোগীতা ও প্রদর্শনীর। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
×