ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে না গেলে আম ছালা সবই যাবে ॥ নাসিম

প্রকাশিত: ০২:৩৯, ৯ ডিসেম্বর ২০১৭

বিএনপি নির্বাচনে না গেলে আম ছালা সবই যাবে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলির সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আসেন।এবার যদি নির্বাচনে না আসেন আমও যাবে, ছালাও যাবে। খেলা হবে মাঠে। মাঠ ছেড়ে পালাবেন না। মাঠের বাহিরে যাবেন না। হুমকি দামকি দিয়ে লাভ হবে না। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অগ্রণী ব্যাংকের কর্মচারী সংসদের কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো.হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম প্রমুখ। বিএনপির উদ্দেশ্যে ১৪ দলের মুখপাত্র বলেন, আন্দোলনের ভয় দেখাবেন না। আন্দোলন কিভাবে করতে হয় আমরা জানি। আন্দোলন আমরাও করেছি।অনেক মার খেয়েছি।কিন্তু সরে যাই নাই। আপনারা সরে গেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, প্রতিদিনই কথা বলেন। আর প্রতিদিনই মিথ্যা বলে। প্রধানমন্ত্রী তথ্য প্রমাণ নিয়েই বলেছেন। তথ্য না নিয়ে কোন কথা বলেন নাই। আপনাদের মাপ চাইতে হবে জনগনের কাছে। আমরা কেন মাপ চাব? বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ন্যায় বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, তিনি (খালেদা জিয়া) আজ ন্যায় বিচারে কথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল। তিনি আবার ন্যায় বিচারের কথা বলেন। কেন বলেন ন্যায় বিচারের কথা? আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানিয়ে নাসিম বলেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। জীবনের ঝুকি নিয়ে তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচন বাঙ্গালীর অস্তিত্ব রক্ষার নির্বাচন। বাঙ্গালীরা যদি ভুল করে তাহলে এদেশে আবার জঙ্গীবাদ, হাওয়া ভবনে দূর্নীতি শুরু হয়ে যাবে। হায়েনার দল ক্ষমতায় আসলে সব শেষ করে দিবে। তাই আগামী নির্বাচনে জয়ের কোন বিকল্প নেই।
×