ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি জামায়াতের প্রভু পাকিস্তান: হানিফ

প্রকাশিত: ০১:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

বিএনপি জামায়াতের প্রভু পাকিস্তান: হানিফ

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, অশুভ শক্তি বিএনপি-জামায়াতের প্রভু পাকিস্তান। ’৭১ সালের পরাজিত শক্তি পাকিস্তান। এ পাকিস্তান পরাজয় পরিশোধ নেওয়ার জন্য এখনো তারা তৎপর। তারা সরকারের উন্নয়নের অগ্রগতি দেখতে চাই না। সব সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। যেকোন মুল্যে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করানোর জন্য। পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত। ২০১৩ সালে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর বিচার ও বিচারের রায়ের পর তান্ডবতা, কসাই আবদুল কাদের মাল্লোর রায়ের পর ফাঁসি, মতিউর রহমান নিজামী ও আলী হোসাইন মুজাহিদের বিচার ও রায় কার্যকর হলে সে সময় পাকিস্তানের পাল্লামেন্টে এক নিন্দা প্রস্তাব করা হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময় বললেন মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত মতিউর রহমান নিজামী, আলী হোসাইন মুজাহিদ ও কাদের মোল্লা-রা পাকিস্তানের অকুতভয় সৈনিক ছিলেন। কিন্তু স্বাধীনতার পরে ৪০ বছর ধরে রাজাকার-আলবদররা এ বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে খেয়ে এখনো পাকিস্তানের সৈনিক কিভাবে থাকেন? পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নিন্দা প্রস্তাবের মাধ্যমে পাল্টামেন্টে তা প্রমান করে দিয়েছেন। এ বাংলাদেশে যারা জামায়াত ইসলামী করে তারা এখনো পাকিস্তানের সৈনিক হিসেবে কাজ করে। স্বাধীন বাংলাদেশের মাটিতে পাকিস্তানের রাজনীতি করার কাউকে সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আ’লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পটিয়ার এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মহিলা আ’লীগ সভাপতি চেমন আরা তৈয়ব, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির, পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, পৌরসভা আ’লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী। মাহবুব উল আলম হানিফ আরো বলেন, দূর্নীতিবাজ বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাঁচাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরিয়া হয়ে ওঠেছে। সংবাদ সম্মেলনে তাদের দূর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলেছেন। এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চরম মূল্য দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে প্রত্যাহার করতে হবে। অন্যতায় এদেশের মানুষ ফখরুলের বিচার করবে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মুক্তিযোদ্ধা আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদের নাম ঘোষনা করা হয়।
×