ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্ষেতলালে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

প্রকাশিত: ০১:২৬, ৯ ডিসেম্বর ২০১৭

ক্ষেতলালে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল ওয়াদুদ (৪৪) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ঘটনাটি শনিবার জেলার ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামে ঘটে। ঘটনায় গুরুত্বর আহত আব্দুল হামিদ নামে একজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এবং পারিবারিক সুত্রে জানা যায় তালশন গ্রামের মৃত আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল ওয়াদুদের সঙ্গে একই এলাকার ইয়াকুব আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে ওয়াদুদের প্রতিপক্ষ ইয়াকুব তার ৩ ভাইসহ লোকজন নিয়ে ওয়াদুদর সরিষাক্ষেত দখল করতে যায়। খবর পেয়ে ওয়াদুদসহ তাদের লোকজন সেখানে গিয়ে তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ইয়াকুবের লোকজন ওয়াদুদকে কোদাল দিয়ে কোপায়। এ সময় ওয়াদুদের চাচা আব্দুল হামিদ এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। পরে এলাকাবাসী ওয়াদুদকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে তাকে আসংকাজনক অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হলে দুপুরে সে মারা যায়। অপর আহত ওয়াদুদের চাচা আব্দুল হামিদকে গুরুত্ব আহত অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তিতে বগুড়া শজিমেক এ স্তানান্তর করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×