ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:২৫, ৯ ডিসেম্বর ২০১৭

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া দিবস উপলক্ষে শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যা লি ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসন এর কার্যালয় চত্বর থেকে র্যা লিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদে’ শীষক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শদ আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফারতুন নেসা পেরিস, আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব রহমান খোকন, আওযামীললীগের সভানেত্রী দ্রোপদ্রী দেবী আগরওয়ালা সহ বিভিন্ন মহিলা নেতৃবীন্দ। পরে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীষক কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলার মোট ১০জন জয়িতাকে সম্মননা স্বারক প্রদান করা হয়। বিভিন্ন কলেজের মেয়েদের মঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×