ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন

প্রকাশিত: ০০:৫৪, ৯ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, একটা সময় ছিলো, যখন বিদেশিরা বাংলাদেশকে একটি তলা বিহীন ঝুড়ির সাথে তুলনা করতো। এখন শুধু বিদেশীরা নয় এদেশের ব্যবসায়ীরা এখন এদেশের অর্থনৈতিক উন্নয়নে বিষ্মিত। বিদেশীরা এ দেশে বানিজ্য করছে। নীলফামারীর উত্তরা ইপিজেড সহ দেশের প্রতিটি ইপিজেডে বাংলাদেশের ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশীরা শিল্পকারখানা গড়ে তুলেছে। বাংলাদেশের পোশাক ,চাপড়াজাত পণ্য ও পোল্ট্রি শিল্প সাড়া বিশ্বের কাছেই উন্নয়নের বিষ্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশ আজ উন্নয়নের দিকে গতিশিল হয়েছে। নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজনে আজ শনিবার বিকালে নীলফামারী টাউনক্লাব মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা -২০১৭ আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন কালে প্রধান অতিথির ভাষনে তিনি এ কথা বলেন। নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মারুফ জামান কয়েলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, নীলফামারী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু সহ প্রমুখ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক ও চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফরহানুল হক। মাস ব্যাপী মেলায় বিভিন্ন শিল্পের মোট একশত স্টল এবং শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও বিনোদন জন্য ভিন্নধর্মী পর্ব রাখা হয়েছে।
×