ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ দিনে চার কেজি ওজন কমেছে শহিদের

প্রকাশিত: ১৭:৩২, ৯ ডিসেম্বর ২০১৭

পাঁচ দিনে চার কেজি ওজন কমেছে শহিদের

অনলাইন ডেস্ক ॥ বলিউড অভিনেতা শহিদ কাপুর। ফিটনেস সচেতন হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। তবে তার পরবর্তী সিনেমাপদ্মাবতী’র জন্য মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। গত শুক্রবার পদ্মাবতী মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। এদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিনেমাটির শুটিংয়ের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শহিদ। এ সময় তিনি জানান, শুটিংয়ের সময় পোশাকের ভারে পাঁচ দিনে চার কেজি ওজন কমেছে তার। এ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘আমি সামর্থ্যের তুলনায় বেশি দেয়ার চেষ্টা করেছি। তলোয়ার চালানোর একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। সিনেমায় আমরা যতটুকু পেরেছি সঠিকভাবে করার চেষ্টা করেছি। ৩০-৪০ কেজি ওজনের যুদ্ধের পোশাক পরেছি। এতে পাঁচ দিনে আমার চার কেজি ওজন কমেছে।’ গত জানুয়ারিতে পদ্মাবতী সিনেমার শুটিং সেটে ভাঙচুর চালায় রাজপুত করনি সেনা। তাদের দাবি ছিল, সিনেমায় রানি পদ্মাবতীর ভাবমূর্তি নষ্ট করছেন সঞ্জয়। কারণ সিনেমায় পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে পদ্মাবতী-খিলজির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আর এতেই আপত্তি তুলেছে হিন্দু সম্প্রদায়ের ওই দল। সে সময় ভেঙে ফেলা হয় শুটিংয়ের বেশ কিছু মূল্যবান সরঞ্জাম। এমনকি সিনেমার কলাকুশলীদের সঙ্গে ধাক্কাধাক্কির মাঝে বানশালিকে চড় মারেন এক ব্যক্তি। তারপর বন্ধ হয়ে যায় শুটিং। এরপর গত মার্চে পদ্মাবতী’র শুটিং সেটে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। মহারাষ্ট্রের কোলাপুরে ঘটনাটি ঘটে। ৪০-৫০ জনের একটি দল পেট্রোল বোমা, পাথর এবং লাঠি নিয়ে হামলা চালায়। তখন সেটের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে মারামারি হয়। তারা আশপাশে থাকা গাড়ি ভাঙচুর করে এবং সেটে আগুন দেয়। ওই সময় শুটিং সেটে কোনো কলাকুশলী ছিলেন না কিন্তু অনেক পশু ছিল। যেগুলো শুটিংয়ের প্রয়োজনে আনা হয়েছিল। এরপর গত বেশকিছু দিন ধরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের বিক্ষোভের মুখেপদ্মাবতী সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়।
×