ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোফিয়া না থাকলেও ছুটির দিনে প্রযুক্তিপ্রেমীদের ঢল ডিজিটাল ওয়ার্ল্ডে

প্রকাশিত: ০৫:৪৩, ৯ ডিসেম্বর ২০১৭

সোফিয়া না থাকলেও ছুটির দিনে প্রযুক্তিপ্রেমীদের ঢল ডিজিটাল ওয়ার্ল্ডে

স্টাফ রিপোর্টার ॥ সোফিয়া নেই তাতে কি! ডিজিটাল ওয়ার্ল্ডে দর্শনার্থীদের পদচারণার কমতি নেই। তথ্য প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহের কারণেই প্রযুক্তিপ্রেমীরা ভিড় জমাচ্ছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ডিজিটাল ওয়ার্ল্ড প্রাঙ্গণ ছিল কানায় কানায় পরিপূর্ণ। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে আবার অনেকেই বন্ধুদের সঙ্গে। উদ্দেশ্য প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জনবিষয়ক ধারণা নেয়া। শুক্রবার সকাল ৯টায় প্রদর্শনী খুলে দেয়ার পর থেকে বেলা যত বাড়ে ভিড়ও তত বেড়েছে। আগতদের প্রত্যেকেই ব্যস্ত ছিলেন এক স্টল থেকে অন্য স্টল ঘুরে দেখতে। কেউ কেউ আবার প্রযুক্তিবিষয়ক সেমিনারে অংশ নিতেও ভুলেননি। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একদল তরুণ শিক্ষার্থীও এসেছিলেন ডিজিটাল ওয়ার্ল্ডে। তাদের মধ্যে একজন নাহিদ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সঙ্গে ‘রিলেটেড’ সব তরুণ-তরুণীর মেলায় আসা উচিত। জানা উচিত প্রযুক্তিতে দেশ কতটা এগিয়ে যাচ্ছে। স্টলগুলো ঘুরে বিভিন্ন তথ্য নেয়া শেষে ‘আউটসোর্সিং অব ফিন্যান্সিয়াল এ্যান্ড এ্যাকাউন্টিং সার্ভিস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন তিনি। ডিজিটাল ওয়ার্ল্ড প্রাঙ্গণের একটি স্টলে তরুণ-তরণীদের ভিড় লক্ষ্য করা গেল অনলাইনে বাড়তি আয়ের লোভনীয় অফার দিয়েছে বাইমোবাইল ও মাইশপ। এ কারণে বাইমোবাইল ও মাইশপ প্রোগ্রাম সম্পর্কে জানতে ক্রেতা-দর্শনার্থীরা স্টলটিতে ভিড় জমিয়েছেন। দুপুরের পরে ক্রেতা-দর্শনার্থীদের ই-কমার্স জোনের এ দুটি স্টলে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দিচ্ছিলেন প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। তিনি জনকণ্ঠকে জানান, চার দিনব্যাপী এ আয়োজনে ই-কমার্স জোনে ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাইমোবাইল। বাইমোবাইল ও মাইশপ প্রোগ্রাম সম্পর্কে ক্রেতা-দর্শনার্থীদের জানাতে আমাদের এ অংশগ্রহণ। বিগত দুই দিন থেকে আজ শুক্রবার পর্যন্ত বেশ সাড়া পেয়েছি। জানা গেল, মাইশপে সাইনআপ করে যে কেউ একটি নিজস্ব স্টোর তৈরি করতে পারবেন বিনামূল্যে এবং বাইমোবাইলে যত রকম পণ্য রয়েছে তার স্টোরে যুক্ত করতে পারবেন। তার স্টোরে যুক্ত পণ্যের লিংক থেকে বিক্রি হওয়া প্রতিটি পণ্যের মূল্যের ভিত্তিতে তার এ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন যুক্ত হবে। যা বিকাশের মাধ্যমে স্টোর মালিকের হাতে পৌঁছে দেয়া হবে, এমনকি স্টোর মালিক চাইলে সরাসরি বাইমোবাইলের অফিসে এসেও এ্যাকাউন্টে জমা হওয়া টাকা সংগ্রহ করতে পারবেন। ছাত্রছাত্রী, কর্মজীবী থেকে শুরু করে সব ধরনের মানুষ অনলাইনে ঘরে বসে এখন আয়-রোজগার করছে। প্রতিটি মানুষ তাদের কাজের পাশাপাশি একটা বাড়তি আয়ের সুবিধা চায়। তাদের কথা মাথায় রেখেই দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাইমোবাইল ঘরে বসে অনলাইনে বাড়তি আয়ের সুবিধা চালু করেছে, যা বাংলাদেশে প্রথম। মাইশপ প্রোগ্রামটি ব্যবহার প্রসঙ্গে বাইমোবাইল প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী জানান, এ মাইশপ প্রোগ্রামটি একদমই ঝামেলামুক্ত এবং ঝুঁকিহীন। যদি কারও হাতে একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে তিনি যেকোন জায়গা থেকে এই কাজটি করতে পারবেন। পড়াশোনা বা কাজের পাশাপাশি এ কাজটি চালিয়ে যেতে পারেন যে কেউ। যারা মোবাইলের ব্যবসা করেন তারা একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই ব্যবসা করেন। এমন মোবাইল বিক্রেতারা মাইশপের মাধ্যমে এখন সারাদেশে তার শপ থেকে পণ্য বিক্রয় করতে পারবেন। যদি দূর-দূরান্তের কোন ক্রেতা ফোন কিনতে চান, তাহলে মাইশপের মাধ্যমে ফোনটি কিনলে কাস্টমারের ঠিকানায় মাইশপ থেকেই ফোন পৌঁছে দেয়া হবে। এবং সেই ফোনের মূল্যের ভিত্তিতে তিনি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ। এছাড়াও বাইমোবাইল প্রতি সপ্তাহে মাইশপ এ্যাকাউন্টের মালিকদের নিয়ে পর্যায়ক্রমে ট্রেনিং-এর ব্যবস্থা রেখেছে। শুধু আপনার একটু ইচ্ছা, বাকিটা আমাদের। সেই সঙ্গে, দুই হাজার টাকা ছাড়ে মিলছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় উৎসব ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ মেলায় বাইমোবাইল প্রতিষ্ঠানে। কোন গ্রাহক অনলাইনে কিংবা সরাসরি এ প্রতিষ্ঠান থেকে মোবাইল কিনতে পারবেন। চার দিনব্যাপী এই আয়োজনে ই-কমার্স জোনে এই ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান বাইমোবাইল। এজন্যই তরুণ-তরুণীরা বিশেষ ছাড় পেতে এবং বিনা খরচে ই-কমার্স ব্যবসা সম্পর্কে তথ্য পেতে ভিড় জমাচ্ছেন এ স্টলে। আয়োজকদের সঙ্গে কথা বলা জানা গেছে, প্রদর্শনীর তৃতীয় দিনের আয়োজনে ছিল ১২টি সেশন। ডিজিটাল ওয়ার্ল্ড শুরু হয়েছে বুধবার। আজ শনিবার মেলার শেষ দিন। চার দিনব্যাপী এই আয়োজনের প্রতিপাদ্য- ‘রেডি ফর টুমরো’। আইসিটি খাতের গত ৯ বছরের অর্জন তুলে ধরা হচ্ছে এ প্রদর্শনীতে। এ ছাড়া এই মেলায় প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন তুলে ধরা হচ্ছে। গেমিং সম্মেলন, ফেসবুক ব্যবহারের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি, ই-কমার্স সম্প্রসারণ বিষয়ক সেমিনারসহ মেলায় প্রতিদিন অনুষ্ঠেয় বিভিন্ন সেমিনারে তথ্য প্রযুক্তি খাতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। আজও মেলা প্রাঙ্গণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত তবে প্রবেশের আগে নিবন্ধন বাধ্যতামূলক।
×