ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘একটি দুর্বল চিত্রনাট্য’

প্রকাশিত: ০২:৪৫, ৯ ডিসেম্বর ২০১৭

বিশেষ নাটক ‘একটি দুর্বল চিত্রনাট্য’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘একটি দুর্বল চিত্রনাট্য’। রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা নাজমুল রনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, সালহা খানম নাদিয়া, নাদিয়া ইফরিন মিম, কাজী উজ্জল প্রমুখ। ফ্যাক্টর থ্রি সোলিউশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন নাদিমুল ইসলাম। ‘একটি দুর্বল চিত্রনাট্য’ নাটকের দেখা যাবে রাজীব চৌধুরী এবং জয়া রহমান চলচ্চিত্রের হিট জুটি। নায়ক-নায়িকা জুটি নয়। চলচ্চিত্রের চিত্রনাট্যকার জুটি। মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের শৈল্পিক ছোঁয়া নিয়ে এসেছে । ৫ বছর ধরে এক সঙ্গে কাজ করতে করতে রাজীব-জয়া জুটি হয়ে গেছে। তারা অনেক ভাল বন্ধু। অনেকটা হুট করেই রাজীব এবং জয়াকে একসঙ্গে একটি স্ক্রিপ্ট লিখতে হয়েছিল ৫ বছর আগে। এরপর থেকে তাদের এক সঙ্গে লেখার জন্য প্রস্তাব আসতে থাকে। জয়ার সঙ্গে গত ৫ বছর যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছে সে তা মিতুর মাঝে খুঁজে পায় না রাজীব। মিতু বুঝতে পারে। সে প্রতি রাতে তার কষ্টের কথাগুলো একটা ডায়েরিতে লিখে রাখে। একদিন মিতু খেলার ছলেই এ লেখাটি গল্পাকারে পত্রিকা অফিসে পাঠায়। যেহেতু নতুন লেখক, শিরোনামও দেয় ‘একটি দুর্বল চিত্রনাট্য’! লেখাটি প্রকাশিত হয়। ভীষণভাবে সমাদৃত হয় সর্বমহলে। সে লেখা পড়ে রাজীব বুঝতে পারে আসলে মিতু কিংবা জয়া দু’জনই দু’জনার জায়গায় সঠিক ছিল। ভুল ছিল শুধু রাজীবের। অতীতকে টেনে বর্তমান অসুন্দর করে উজ্জ্বল ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল রাজীব। বন্ধুত্বকে প্রেমের নাম দিতে গিয়ে কিংবা প্রেমকে বন্ধুত্বের নাম দিতে গিয়ে আমরা হিপোক্রাসিই করি নিজেদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। রাজীব ফিরে আসে সংসারে, মিতুর কাছে। এই খুশিতে জয়া জানায়, তোমাদের দেখে প্রেমের ওপর, সংসারের ওপর বিশ্বাস ফিরে আসছে। জয়া বিয়ের সিদ্ধান্ত নেয়।
×