ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০১:১০, ৮ ডিসেম্বর ২০১৭

ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন এ দেশে ওলাম, আলেম, পীরদের কারনে ইসলামের প্রচার ও প্রসার হয়েছে। বর্তমানে এই শান্তির ধর্মকে বিতর্কিত করার জন্য জঙ্গীবাদ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান সরকার অত্যান্ত কঠোর ভাবে এর নিয়ন্ত্রন করে বাংলাদেশকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে। বাংলাদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই এবং বাংলাদেশে জঙ্গীবাদকে নির্মুল করে কোরআন ও সুন্নার পরিপন্থি কোন আইন অনুমোদন করা হবে না। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পরিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে ঝালকাঠির ঈদগাঁহ মাঠে মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। বিশিষ্ট আলেম মাও খলিলুর রহমান নেছারাবাদীর সভাপতিত্বে আলোচনা সভায় ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব বজলুর হক হারুন, ঝালকাঠি জেলা প্রশাসক মো: হামিদুল হক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানসহ শীর্ষ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন মাওলানা যাফর মো: সাহেল (চাঁদপুরী) এবং এদিনের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম।
×