ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: ০১:০৩, ৮ ডিসেম্বর ২০১৭

ভৈরবে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ শুক্রবার সকাল থেকে বিকাল পযর্ন্ত ভৈরবে ভবানিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর দফায় দফা সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে । এ সময় উভয় পক্ষের ২০-২৫টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে । তিন দফা পুলিশ সংঘর্ষ রোধ করতে ব্যর্থ হয়ে অতিরিক্ত পুলিশ সদস্য এনে গ্রামে রাবার বুলেট ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এলাকাবাসী জানায় ,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সাবেক জয়নাল মেম্বার সমর্থক ও ডাঃ হুমায়ুন সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলে আসছে ।এরই জের ধরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । সকাল থেকে চলা সংর্ঘষ বিকাল পযর্ন্ত চলে। পুলিশ সংঘর্ষ রোধ করতে গিয়ে ৩ দফা পিছু হটে। পরে অতিরিক্ত শক্তি যোগান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় পুলিশ বেশ কিছু রাবার বুলেট ছুড়েন। আহতদের মধ্যে রফিক মিয়া (১৭) ,মিষ্টু (৩০ ) হেলেনা বেগম (৩২) স্বপন (২৮) রুহুল আমিন ( ৩০ ) (মাসুদ ২৭(কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের মধ্যে মিজান (৩০, আলমগীর (২২) রেফায়েত (১৬ ) মহসিন (২২)) কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । অন্যান্য আহতদেরকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিসিথতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে । বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে । রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে । সংঘর্ষে ২০-২৫টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে । খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে । এ বিষয়ে ভৈরব থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী জিন্নাহ জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার সাবেক মেম্বার জয়নাল আবেদীন সমর্থক ও পল্লী চিকিৎসক হুমায়ুন কবীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে । ঘটনাস্থল থেকে মহিলাসহ ৯ জনকে আটক করা হয়েছে । তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
×