ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০১:০০, ৮ ডিসেম্বর ২০১৭

মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১ পরিবারে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০১টি পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের পক্ষ থেকে এই গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানা গেছে। চলতি বছর বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার জামুর্কী ও ভাতগ্রাম ইউনিয়নের ১০১ টি পরিবারের মধ্যে প্রত্যেককে ২২ হাজার টাকা সমমূল্যের গৃহনির্মাণ সামগ্রী, রঙিন ঢেউটিন ও শেল্টার কিটস বিতরণ করা হয়। জামুর্কী ইউনিয়নের পাকুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং ভাতগ্রাম ইউনিয়নের বেগম দুল্যা বাজার থেকে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা খান আহমেদ শুভ, রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রউফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাসুদ রানা মাসুম, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আজাহরুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম শিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
×