ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিযোগের সত্যতা পেয়েও থানায় মামলা রেকর্ড হয়নি

১ মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী মুক্তারিন

প্রকাশিত: ২৩:১৩, ৮ ডিসেম্বর ২০১৭

১ মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী মুক্তারিন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ অপহরন হওয়ার দীর্ঘ ১ মাস পরও উদ্ধার হয়নি ৭ম শ্রেণীর ছাত্রী মুক্তারিন। দিনাজপুর কোতয়ালী থানায় রেকর্ড হয়নি অপহরণের মামলা। অভিযোগে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জয়রামপুর ধানিয়ালপাড়ার আব্দুল করিমের ৭ম শ্রেণী পড়ুয়া কন্যা মুক্তারিনকে ১৩ নবেম্বর বাড়ী থেকে স্কুল যাওয়ার পথে অপহরণ করা হয়। পরদিন মুক্তারিনের বাবা আব্দুল করিম একই ইউনিয়নের আইহাই গ্রামের মৃত শমসের আলীর ছেলে ওয়াসকুরুনিসহ ৫ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, কমলপুর বাজারের রেইনবো রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী মুক্তারিনকে বেশ কিছুদিন ধরে ওয়াসকুরুনি স্কুলে যাতায়াতের সময় উত্যক্ত করত। ৪ মাস আগে ৪৬ বছর বয়েসী ওয়াসকুরুনির স্ত্রীর মৃত্যু হয়। ওয়াসকুরুনিসহ অপর ৪ জন আসামী আনারুল ইসলাম, মোশাররফ, বাতেন ও সাইদুর রহমান ১৩ নবেম্বর দুপুরে মুক্তারিনকে জোরপূর্বক অপহরণ করে। কোতয়ালী থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, মুক্তারিনের অপহরণের ব্যাপারে তিনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত শুরু করেছেন। অপহৃত মুক্তারিনের অবস্থানের সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের সাথে শলা-পরামর্শ করে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে অভিযোগের সত্যতা পাওয়ার পরেও মামলা রেকর্ড না হওয়ার ব্যাপারে এসআই মোস্তাফিজুর জানান, নাবালিকাকে যদি আসামী ওয়াসকুরুনি বিয়ে করেন তাহলে বাল্য বিবাহ নিরোধ আইনে মামলা হবে। ১ মাসেও অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার ও মামলা রেকর্ড না হওয়ার ব্যাপারে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।
×