ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফয়জুল হাকিম -এর দুটি কবিতা

প্রকাশিত: ০৭:১৭, ৮ ডিসেম্বর ২০১৭

ফয়জুল হাকিম -এর দুটি কবিতা

ক্র্যাচে ভর দিয়ে হেঁটে যায় সময় ঝড় আর বৃষ্টির ভেতর আটকে আছি পথে বাতাসের হাত ধরে এই রাতে বৃষ্টিকে আলিঙ্গন করা হবে না আমার তুমি কি মেঘের খোঁপা খুলে বসে আছো বারান্দায় নিঃসঙ্গ, একাকী? ঝড় আর বৃষ্টির ভেতর এই রাতে ক্র্যাচে ভর দিয়ে হেঁটে যায় সময় ১৭ .৫.২০১৭ ঢাকা, ধানমন্ডির রবীন্দ্র সরোবর **ঘরের মধ্যে মানুষ ছিল দরজা দুটো বন্ধ ছিল দরজা দুটো খোলা ঘরের মধ্যে মানুষ ছিল নেয়া-দেয়ার মন্ত্র ছিল ঘরের মধ্যে যে মানুষ ছিল তার ভেতরেও স্বপ্ন ছিল পথ ভুলে সে পথ হারাল জ্যোৎনা রাতে মুখ লুকাল হয়নি পথ চলা! ঘরের মধ্যে ঘর যে ছিল দরজা তার বন্ধ ছিল বাইরে যেন বৃষ্টি হলো কেমন সব অগোছাল কেউ জানেনি জ্বালা!
×